প্রায় দেখা যায় যে আমরা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার কিছু দিন পরেই কম্পিউটার স্লো হয়ে যায়। তার কারন হলো – উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন। “Start” এ ক্লিক করুন। “Run” এ যান। Regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবলThursday, July 19, 2012
আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয়? সমাধান করুন !!
প্রায় দেখা যায় যে আমরা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার কিছু দিন পরেই কম্পিউটার স্লো হয়ে যায়। তার কারন হলো – উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন। “Start” এ ক্লিক করুন। “Run” এ যান। Regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল
সম্পাদনা - সম্পাদক সোহেল রেজা,
নেত্রকোণার আলো।