Thursday, July 19, 2012

আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয়? সমাধান করুন !!

প্রায় দেখা যায় যে আমরা কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার কিছু দিন পরেই কম্পিউটার স্লো হয়ে যায়। তার কারন হলো উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়এজন্য বেশি সময় নেয়আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন“Start” এ ক্লিক করুনRun” এ যানRegedit লিখুন এবং এন্টার দিনRegistry Editor খুলবে ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যানডাবল ক্লিক করুনআগের মতোই ডাবল
ক্লিক করে সব আইটেম খুলবেনSYSTEM এ ক্লিক করুনControl থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুনClear Page At Shutdown যান এবং Clear Page At Shutdown ভ্যালুটি ০ ( শূন্য ) করে দিন রিস্টার্ট করুন

পোষ্ট :  সুব্রত দত্ত শুভ, নেত্রকোণা।